মেঘ ঢাকা আলো/প্রেম ফুল
(পৃ. ২)
প্রেম ফুল
স্মৃতির স্রোতে বয়ে যায়…
শত-সহস্র প্রেমফুল।
আকাশের মেঘে বয়ে—
ধূলা-বালি আর ধোঁয়া।
হাজার তারার সঙ্গমে দেখি,
তুমি লুকোচুরি খেলো—।
অবাক হই; তবু ভাবি,
ভূমি কী ক'রে খেলো এ-খেলা৷
যৌবনের স্রোতে বয়ে যায়…
অপরূপা যুবতীর দেহ, আর
মিষ্টি হাসি॥
ফুল কুড়ানো না হ’লে-ও
ক্ষতি নেই; দ্বিধা নেই;
ঝর্বে সে তে আকাশ থেকে
হিম জলের ফোঁটা—।
মনের কার্ণিশে দেখি
ফুটে ওঠে রঙ;
সানাই বাজে বেদনার সুরে—
শত-সহস্র প্রেম ফুল ভেসে যায়
স্মৃতির স্রোতে॥