মেঘ ঢাকা আলো/প্রণয়
(পৃ. ৩)
প্রণয়
সূতো ছেড়াঁ ঘুড়ির মতো—
নিরুদ্দেশ হ’য়ে যায়।
আঁকড়ে ধরে কাঁথা-কম্বল,
স্থান নেই তার কামনায়॥
অপূর্ব প্রবালদ্বীপ গেঁথেছে
ছোট ছোট প্রবাল মিলে।
চিরকালের মত ছুটি চায়—
সংসারের মোহ, লালসা খুলে॥
—এ প্রান্তরে জলাশয় নাই—
মেঘ নাই এ-আকাশে।
হৃদয়ে আছে আত্মাদর,
লক্ষ্য হীন বেগে আত্মবিনাশে॥
উঠবার সিঁড়িটা খুঁজলেই নয়,
হয়ত নামবার নেই উপায়।
মূঢ় তাকে করতে না পারে জয়;
দুর্নিবার গতি, “এ ভালবাসায়।”