মেঘ ঢাকা আলো/সুরের আকাশ
(পৃ. ৪)
সুরের আকাশ
তোমাকে-ই আমি দেখেছিলাম
জীবনে কোনো ঝড়ের সাথে।
চলার পথে কিংবা স্বপ্নের স্রোতে
কোনো এক নিশংস আঘাতে॥
দেখেছিলাম সন্ধ্যার তুলসী তলায়
নয়তো শরতের মেঘে-মেঘে।
শীতের কুয়াশায়—বসন্তের আগমনে
গ্রীষ্মের ঝলসানো মৃদু চোখে॥
তবু তুমি সহে আছো এই হৃদয়
মনে হ’য় সহে রবে চিরতরে।
শব্দে গড়ি যত-ই “সুরের আকাশ,"
প’ড়ে আছি একা নদী পারে॥
সবাই-কে ছেড়ে আজ ঘন বরষায়
ভেসে থাকা পদ্ম পাতার নীচে।
সু-উচ্চ এক পাহাড়ের সুরঙ্গের ভিতর
দেখি যদি থাকা যায় মাথা গুঁজে॥
সখী; তোমাকে-ই আমি, শ্রী-অট্টালিকায়
রাখবো নয়তো সযত্নে তুলে।
মনে-মনে গাঁথি—"তোমার গলের মালা,
কথা ভাসে, আমি যাই ভুলে॥"