মেঘ ঢাকা আলো/মেঘের আড়ালে
(পৃ. ২০)
শুরু করো সখী তোমার গান
যে গান তুমি আজ গাও।
তালে তালে হোক কিঙ্কিনীর বোল
পায়ের তালে ঘুঙুর বাজাও।
এখানেতে কোনো জলসা নয়
তুমি আমি দু’জনে।
সুরে সুরে মেলাবো কণ্ঠ
যত কঠিন বন্ধনে।
যুঁই ও গোলাপকে নেব তুলে,
তারই মাঝে তুমি আমি।
হৃদয়কে ঢেকে দিলে ও
তুমি যে অতি দামী।
মেঘের আড়ালে চাঁদ হাসে
দেখো চেয়ে ঐ আকাশে।
প্রেম খেলায় মেতেছে কপোত কপোতী
অজানা কোনো এক দেশে।