মেঘ ঢাকা আলো/অজানা স্পন্দনে
(পৃ. ১৯)
অজানা স্পন্দনে,—
সবকিছু একাকার করে
রোশনাইয়ের মত জ্বলে ওঠে
টুকরো টুকরো ভালবাসা।
নিদারুণ নিলর্জ্জতা
আদিম মানুষের
অকৃত্রিম এক ঘেয়েমি
শব্দের বিচিত্রা দেয় অন্তরে…
শত সহস্ৰ হাতছানি।
বর্ষালী আনন্দে পেখম মেলে-
পবিত্র পরশেরা বাসা বাঁধে
গোপন স্বরঙ্গের ভিতর!
অচেনা ডাকে;
প্রিয়া তুমি কেন চঞ্চল হয়ে
ছুটে যাও?
অস্থিরতা ভুলে,—
চারমিনারের চূড়া সৃষ্টি করো
শুভ নিশুতি রাতে।