মেঘ ঢাকা আলো/শুভ মিলনে
(পৃ. ১৮)
শুভ মিলনে, শ্রীকূজনে,
পরশ হিমের সন্ধ্যা।
রাঙা চেলি, শেষ গোধূলি,
এক তোড়া রজনীগন্ধা।
অঞ্জলি ভরা ভোরে, চোখের গভীরে,
ফুটে ওঠে এই আলো।
শুভদৃষ্টি হৃদয়ের বৃষ্টি?
ঘণ্টা বেজে জাগালো।
যুগে যুগে ব্যথা লেগে
চিরতরের এই বন্ধন।
বেদনার সুর, বাজে ঘুঙুর,
কলকা কপালে চন্দন।
স্নেহ প্রীতি শ্রদ্ধানুভূতি
দুটি আত্মা পরম্পরে।
লাল সিন্দুর ললাটে বধুর,
ঘুম ভাঙা প্রেম বাসরে।