মেঘ ঢাকা আলো/রাতের পাখী
(পৃ. ৬)
রাতের পাখী
কুহু-কুহু ডাকের সুরে কোকিলা
বক্-বকম্ ডাকের সুরে কপোতী
ন্যাকামিতে ভরা বেশ্যার বেদনা।
পথের-পাথর ছুঁড়ে মাথায় আঘাত
নরম ঘাসের বুকে আনা-গোনা
হেমলক পানে যদি করো কামনা!
মোনালিসা! মোনালিসা সুরে-সুরে—
ডাক দিয়ে যায় ধূ-ধূ অজানা প্রান্তরে
বেহালা টেনে বেড় ক'রে করো সাধনা!
দুটি আত্মা প্রেম-প্রীতি-শ্রদ্ধায়
রূপ দেখাবে তার পাতায়-পাতায়
যেন পরের সোয়ামী টেনো না?
ঘুম ভাঙা নিশীথ-সূর্য ম'নে ক'রে
নিজেকে ভাবলেই সেতো হয় না
রাতের পাখী সেজে ক'রো যদি বায়না।
"নরম স্তনে স্পর্শ ক'রে সেতো সুখ হয় না
ধীরে-ধীরে আষ্টে-পিষ্টে জড়িয়ে
চুম্বনে মেতে, হ'য়ে ওঠো। রাতের ময়না।”
ঝুরু-ঝুরু ঝাউয়ের সারির ধারে
হাত ধরে ধীরে-ধীরে চলো দু'জনা
অমাবস্যা থাকবে না; ফুটে উঠবে জ্যোৎস্না