মেঘ ঢাকা আলো/সেতারের ঝংকার
(পৃ. ৭)
সেতারের ঝংকারে
কী আশায় রয়েছি বসে
কী ভাষায় রচেছি তোমায়
জল তরঙ্গের ঝিলি-মিলি ধ্বনিতে
বেহালা;—সেতারের ঝংকারে,
কী জ্বালায় ধরেছি তোমারে
করবী’র রূপে—গন্ধরাজের গন্ধে
নাকি হরিণ শিশু’র মহা আনন্দে
তোমায় ডেকেছি বারে-বারে
ইলোরার কারুকার্যে; তাজমহল;
কুতব মিনারের শ্বেত-পাথরের রেখায়।
তোমার মুখের রেখা—
ঐ আকাশ সাগরে ভাসে
"কাণ্ডারী কই?” ধরবে হাল, পাল তুলে
বয়ে যাবে আজ-আমার হৃদয়ে…
চুপি-চুপি রূপ দেখাও—
খুঁজি কলম; খুঁজি তরী—
"কই আমার কল্পনা—
ফুটে উঠেছো। এ-প্রেমের কবিতায়?”