যন্ত্রকোষ/চতুর্ব্বিধ যন্ত্র-বিবরণ


যন্ত্রকোষ।

 এই বিস্তীর্ণ ভারতবর্ষে পূর্ব্বকালাবধি নানাবিধ বাদ্য-যন্ত্রের প্রচলন আছে, অপর কতকগুলি, সঙ্গীত কুতুহলী মহাত্মাদের উৎসাহে অধুনা সৃষ্ট হইয়া আসিতেছে। হিন্দুরা ঐ যন্ত্র-সমূহকে প্রধান চারিভাগে বিভক্ত করিয়া থাকেন[১] যথা—তত অর্থাৎ যে সকল যন্ত্র তন্তু বা তারসংযোগে বাদিত হয়, যেমন বীণা, সেতার, রবাব, সরোদ, দেওড়া[২] সারঙ্গী, রঞ্জনী, সারিন্দা, তম্বুরা, মীনসারঙ্গী, কানুন, সুরশৃঙ্গার, মোচঙ্গ, একতারা, অলাবুসারঙ্গী, আনন্দলহরী, স্বরবীণা, গোপীযন্ত্র, এসরার্‌ ইত্যাদি। শুষির অর্থাৎ যে সমস্ত যন্ত্র বায়ুদ্বারা বাদিত হয়, যথা শঙ্খ, বংশী, বেণু, বুক্কা, আলগোজা, গোমুখ, লয়বাঁশী, রৌসনচৌকি, সানেয়ী বা সানাই, শৃঙ্গ, রণশৃঙ্গ, তুরি, কলম, তুব্‌ড়ি ইত্যাদি। পূর্বে ভারতবর্ষে নাগবদ্ধ নামে এক প্রকার শুষির যন্ত্র ছিল, স্কটীস্ ব্যাগ্‌পাইপ তাহার অনুকৃত। আনদ্ধ অথবা বিতত অর্থাৎ যে সকল যন্ত্র চর্ম্মাচ্ছাদিত হইয়া বাদিত হয়, যেমন মৃদঙ্গ, খোল, তব্‌লা, ঢোলক, ঢোল, মর্দ্দল, খঞ্জনী, ঘুট্‌রু, ডম্ফ, ডমরু, হুড়কা, ঢক্কা, জগঝম্প, চর্চ্চরী, দারা, কাড়া, নাগরা,[৩] টিকারা, ধামসা, খোরদক ইত্যাদি। ঘন অর্থাৎ লৌহ বা কাংস্য ইত্যাদিধাতুনির্ম্মিত যন্ত্র সমূহ, যেমন ঘণ্টা, ঝাঁঝর, কাঁসর, কাঁসি, খটতালী, খরতাল, মন্দিরা, সপ্তশরাব বা জলতরঙ্গ, ঘড়ী, রামখরতালপ্রভৃতি, এতদ্ব্যতীত ভারতবর্ষে আরও বহুবিধ যন্ত্র ছিল, সে সকলের এক্ষণে বড় প্রচলন নাই।

 কথিত চতুর্বিধ যন্ত্রের মধ্যে তত যন্ত্র দুই ভাগে বিভক্ত, যথা—সভ্য ও গ্রাম্য, তদ্ভিন্ন ত্রিবিধ যন্ত্র প্রত্যেকই আবার তিন ভাগে বিভক্ত হইয়া থাকে, যথা—সভ্যযন্ত্র[৪], বাহির্দ্বারিক যন্ত্র[৫] এবং গ্রাম্যযন্ত্র[৬]। সভাতে যে সকল যন্ত্র সর্ব্বদা বাদিত হয়, সে সকলের নাম সভ্যযন্ত্র। সভ্যযন্ত্র আবার দুইভাগে বিভক্ত, যথা—স্বতঃসিদ্ধ[৭] এবং অনুগতসিদ্ধ[৮]; যে সকল যন্ত্র গীত অথবা অন্য কোন যন্ত্রের অননুগত হইয়া বাজে, সে গুলির নাম স্বতঃসিদ্ধ যন্ত্র, যথা—বীণা, ত্রিতন্ত্রী বা সেতার, রবাব, সরোদ, রঞ্জনী, কানুন, সুরতরঙ্গ, স্বরবীণা, সুরশৃঙ্গার এই সমুদয় তার-যন্ত্রগুলিই স্বতঃসিদ্ধ-সভ্যযন্ত্রমধ্যে পরিগণিত। শুষিরযন্ত্রের মধ্যে এতদ্দেশে বংশী ব্যতীত অন্য কোন রূপ স্বতঃসিদ্ধ সভ্যযন্ত্রের বড় ব্যবহার নাই। কথিত যন্ত্র সমূহের মধ্যে যে গুলির বহুপ্রচলন সেইগুলি ক্রমশঃ বিবৃত করা যাইবে।

  1. ততানহঞ্চ শুষিরং ঘনমিতি চতুর্ব্বিবং।
    ততং বীণাদিকং বাদ্যমানন্ধং মুরজাদিকং॥
    বংশ্যাদিকন্তু শুষিরং কাংস্যতালাদিকং ঘনং॥
     ইতি দামোদরে।

  2. এই যন্ত্রটীকে আশামীভাষায় খুটাতালী কহে।
  3. নগরে ঘোষিত হয় বলিয়া ইহার নাম নাগরা হইয়াছে
  4. Drawing room instruments.
  5. Out door instruments.
  6. Pastoral instruments.
  7. Solo.
  8. Accompanied.