পিতার গোলোক প্রাপ্তির সঙ্গে সঙ্গেই চতুর্দ্দশ বৎসর বয়স্ক মহারাজ কিরীটবিক্রমকিশোর দেববর্ম্মা মাণিক্য বাহাদুর এক ঘোষণার দ্বারা ত্রিপুরারাজ্য ও চাকলা রোশনাবাদ জমিদারীর ভার গ্রহণ করিলেন। বৃটিশ সার্ব্বভৌমত্বের অধীনে অচিরকাল মধ্যে শ্রীশ্রীমতী মহারাণী কাঞ্চনপ্রভা মহাদেবীর সভাপতিত্বে
“রিজেণ্ট” মহারাণী শ্রীশ্রীমতী কাঞ্চনপ্রভা দেবী জন্ম ১৭ই মে, ১৯১৪ ইং।