রাজমালা (ভূপেন্দ্রচন্দ্র চক্রবর্তী)
রাজমালা
৺ভূপেন্দ্রচন্দ্র চক্রবর্ত্তী, এম-এ
প্রথম মুদ্রণ
১৩৫১ ত্রিপুরাব্দমূল্য — তিন টাকা চারি আনা মাত্র।
প্রকাশক
টিচার্স এণ্ড কোং
Ignorance is abandoned, knowledge arises, the conceit of ‘I’ is abandoned.
They partake not of the Deathless who partake not of the mindfulness centred on body.
The Deathless wanes in those who partake not of mindfulness.. ...
The Deathless waxes in those who partake.
২১৭ নং কর্ণওয়ালিশ স্ট্রীট্, কলিকাতা।
উৎসর্গ পত্ৰ
বিষমসমরবিজয়ী পঞ্চশ্ৰীক
আঁচড়ে ছিন্ন ভিন্ন হইলেও অগ্নি
পরীক্ষার ভিতর দিয়া কেমন করিয়া
বর্ত্তমানেও বাঁচিয়া আছে, রাজমালা
সেই কাহিনী বহন করিয়া আসিতেছে।
রাজমালার পাতায় পাতায়
নিবদ্ধ রহিয়াছে দুষ্পাঠ্য
কিন্তু মহারাজের দুষ্পাঠ্য
জীবন্তরূপ গ্রহণ করিয়াছে।
পুণ্যশ্লোক পূৰ্ব্বপুরুষের চরিত-
চিত্রণ ত্রিপুরেশ্বরের করে অর্পণ
পূর্ব্বক কৃতাৰ্থম্মন্য হইতেছি।
প্রকাশকের নিবেদন
ত্রিপুরার গৌরবময় অতীত ইতিহাস স্কুলপাঠ্যরূপে প্রথম প্রণয়ণ করেন স্বর্গীয় ভূপেন্দ্রচন্দ্র চক্রবর্ত্তী, এম, এ, মহাশয়। তাঁহার বিরচিত এই রাজমালা তিনি নিজেই ১৩৫১ ত্রিপুরাব্দে প্রকাশ করেন। প্রথম সংস্করণ প্রকাশ কালে তাঁহাকে অনেক আয়াস স্বীকার করিতে হইয়াছে। এই সংস্করণের মুদ্রিত যাবতীয় সংখ্যা ১৩৫৫ ত্রিপুরাব্দে নিঃশেষ হইয়া যায়। দ্বিতীয় সংস্করণ মুদ্রণের প্রয়োজনীয়তা ঐ সনে উপলব্ধি হইলেও কাগজের অভাবে উহা সম্ভবপর হইয়া উঠে নাই।
দ্বিতীয় সংস্করণে বহির পরিবর্দ্ধণ অপরিহার্য্য বিবেচিত হইলেও ভূপেন্দ্রবাবুর হঠাৎ শারীরিক অসুস্থতার দরুণ তিনি উহা সম্পাদন করিতে পারেন নাই। এদিকে তাঁহার দৈহিক অবস্থা ক্রমেই খারাপ হইতে লাগিল। ১৩৫৬ ত্রিপুরাব্দের ২৮শে কার্ত্তিক বৃহস্পতিবার রাত্রি নয় ঘটিকায় তিনি ইহধাম পরিত্যাগ করেন। তাঁহার অকাল মৃত্যুতে ত্রিপুরা একজন বিদ্যোৎসাহী সন্তানকে হারাইল।
রাজমালার দ্বিতীয় সংস্করণ প্রকাশ করার বিষয়ে ভূপেন্দ্রবাবু প্রায়ই আমার সঙ্গে আলাপ করিতেন। কথাপ্রসঙ্গে পুস্তকখানার ২য় সংস্করণ প্রকাশ করিবার ভার আমার প্রতি অর্পণ করিবার ইচ্ছা ভূপেন্দ্রবাবু প্রকাশ করিয়াছিলেন। আমিও এ বিষয়ে ঔৎসুক্য প্রকাশ করিলে তদবধি তিনি আমাকে প্রায়ই ডাকিয়া নিতেন এবং এ বিষয়ে আলাপাদি করিতেন। তাঁহার মৃত্যুর পর ১৩৫৬ ত্রিপুরাব্দে বহিখানা প্রকাশ করার কার্য্যে অগ্রসর হইতে পারিলাম না। কারণ পুস্তক প্রকাশের ক্ষমতা ভূপেন্দ্রবাবু লিখিতভাবে দিয়া যাইতে পারেন নাই। তাঁহার ওয়ারীশ ভ্রাতা ডাক্তার শ্রীযুত জিতেন্দ্রচন্দ্র চক্রবর্ত্তী ও খ্যাতনানা শিল্পী শ্রীযুত রমেন্দ্রনাথ চক্রবর্ত্তী মহাশয় বিদেশে থাকায় তাঁহাদের অভিমত জানিতেও অনেক সময় অতিবাহিত হইয়া যায়।
ভূপেন্দ্রবাবুর মৃত্যুতে পুস্তকের পরিবর্দ্ধন অংশ প্রণয়ন করিয়াছেন ত্রিপুরার প্রবীণ সাহিত্যিক শ্রীযুত সত্যরঞ্জন বসু, বি, এ, মহাশয়। তজ্জন্য আমরা তাঁহার নিকট চিরকৃতজ্ঞ।
এই সংস্করণে আমবা তিনটি নূতন ব্লক পরিবেশ করিয়াছি। প্রথম সংস্করণ মুদ্রণ কালে যে শ্রেণীর কাগজ ব্যবহৃত হইয়াছিল—এই সংস্করণেও সেইরূপ উংকৃষ্ট শ্রেণীর কাগজ দুর্ম্মূল্যে সংগ্রহ করিতেও কিছুমাত্র কার্পণ্য করি নাই। পুস্তক প্রকাশে অনিচ্ছাকৃত কালক্ষেপের দরুণ আমরা পাঠক বর্গের নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। ইতি—
১লা বৈশাখ, ১৩৫৮ ত্রিপুরাব্দ আগরতলা। |
সূচিপত্র
পৃঃ | ||
০৷ | ৷৷৴৹ | |
১৷ | ১ | |
২৷ | ৫ | |
৩৷ | ৯ | |
৪৷ | ১২ | |
৫৷ | ১৪ | |
৬৷ | ১৮ | |
৭৷ | ২২ | |
৮৷ | ২৬ | |
৯৷ | ২৭ | |
১০৷ | ৩১ | |
১১৷ | ৩৪ | |
১২৷ | ৩৮ | |
১৩৷ | ৪৩ |
১৷ | ৪৭ | |
২৷ | ৫০ | |
৩৷ | ৫৫ | |
৪৷ | ৫৮ | |
৫৷ | ৬২ | |
৬৷ | ৬৪ | |
৭৷ | ৬৮ | |
৮৷ | ৭১ | |
৯৷ | ৭৪ | |
১০৷ | ৭৭ | |
১১৷ | ৮৩ | |
১২৷ | ৮৫ |
১৷ | ৮৮ | |
২৷ | ৯২ | |
৩৷ | ৯৩ | |
৪৷ | ৯৭ | |
৫৷ | ১০১ | |
৬৷ | ১০৫ | |
৭৷ | ১০৭ | |
৮৷ | ১১৩ | |
৯৷ | ১১৭ | |
১০৷ | ১১৯ | |
১১৷ | ১২৪ | |
১২৷ | ১২৮ |
১৷ | ১৩২ | |
২৷ | ১৩৬ | |
৩৷ | ১৪২ | |
৪৷ | ১৪৬ | |
৫৷ | ১৫২ | |
৬৷ | ১৫৬ | |
৭৷ | ১৬২ | |
৮৷ | ১৬৪ | |
৯৷ | ১৬৮ | |
১০৷ | ১৭০ | |
১১৷ | ১৭২ | |
১২৷ | ১৭৭ | |
১৩৷ | ১৭৮ | |
১৪৷ | ১৮৩ | |
১৫৷ | ১৮৮ |
১৷ | ২০০ | |
২৷ | ২০৭ | |
৩৷ | ২১১ | |
৪৷ | ২১৭ | |
৫৷ | ২২২ | |
৬৷ | ২২৭ | |
৭৷ | ২৩৩ | |
৮৷ | ২৩৯ | |
৯৷ | ২৪৪ | |
১০৷ | ২৫৪ | |
১১৷ | ২৬০ | |
১২৷ | ২৭৮ |
চিত্র-সূচী | বহুবর্ণ চিত্র:— | শিল্পী | পৃষ্ঠাঙ্ক | ||||
১। | ত্রিপুর রাজচিহ্ন | শ্রীসন্তোষ কুমার লাহিড়ী | |||||
আলোক চিত্র:— | |||||||
২। | পঞ্চ শ্রীযুক্ত ত্রিপুরাধিপতি। | প্রারম্ভ চিত্র | |||||
দ্বিবর্ণ চিত্র:— | |||||||
৩। | আমি শাপ দিতেছি, তোমার শরীর অচিরে জীর্ণ হইয়া যাউক। |
শ্রীরমেন্দ্রনাথ চক্রবর্ত্তী | ২ | ||||
৪। | মহারাজ যযাতি পুত্রকে যৌবন ফিরাইয়া দিলেন। |
〃 | ৪ | ||||
৫। | শিব তখন সংহাররূপ ধারণ করিয়া ত্রিপুরের বুকে ত্রিশূল আঘাত করিলেন। |
〃 | ১৫ | ||||
একবর্ণ চিত্র:— | |||||||
৬। | যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ। | 〃 | ২৮ | ||||
৭। | যথা সময়ে ভীমসেন ত্রিলোচনকে সঙ্গে লইয়া মহারাজ যুধিষ্ঠিরের সহিত সাক্ষাৎ করাইলেন। |
〃 | ২৯ | ||||
৮। | আমি বর্ত্তমান থাকিতে তুমি কেমন করিয়া পিতৃসিংহাসনে বসিলে? |
〃 | ৩২ | ||||
৯। | স্বর্ণমৃগের ন্যায় ক্ষণিক দাঁড়াইয়া অদৃশ্য হইল। |
〃 | ৪১ | ||||
১০। | রাণী রণরঙ্গিণী মূর্ত্তিতে হস্তি- পৃষ্ঠে অগণন সৈন্যসহ যুদ্ধযাত্রা করিলেন। |
〃 | ৫৩ | ||||
১১। | রত্ন গৌড়ের নবাবের প্রাসাদের সিঁড়িতে পায়চারি করিতেছেন, এমন সময় দেখিলেন চৌদোলে এক পরমা সুন্দরী রমণী প্রাসাদ পথে যাইতেছেন। |
〃 | ৬০ | ||||
১২। | মহারাজ ধর্ম্মমাণিক্য বাণেশ্বর ও শুক্রেশ্বর নামক পুরোহিতদ্বয়ের দ্বারা রাজমালা কবিতায় রচনা করান। |
〃 | ৬৭ | ||||
১৩। | মহারাজ জাজিমের উপর বসিয়া ছিলেন………ইহারা সাষ্টাঙ্গে মাটিতে পড়িয়া প্রণাম করিল… ঘাতক এই সুযোগে সকলের শির টুকরা করিয়া ফেলিল। |
〃 | ৭৩ | ||||
১৪। | জলে তাহারা ভাসিল, ভেলার উপর হইতে অস্ত্রবর্ষণ চলিল… দাবানল জ্বলিয়া উঠিল…। |
〃 | ৮২ | ||||
১৫। | পুরস্কার স্বরূপ আমি তোমা- দিগকে এক একটী চরখা দিতেছি…। |
〃 | ৯৬ | ||||
১৬। | তখন মুক্তদ্বার পথে ত্রিপুর সেনা গড়ের মধ্যে ঢুকিতে লাগিল…। |
শ্রীধীরেন্দ্রকৃষ্ণ দেববর্ম্মণ | ৯৯ | ||||
১৭। | অমর বুঝিতে পারিলেন বোঁটার ন্যায় তাঁহার গলা দেহ হইতে পৃথক করিবার জন্য আয়োজন হইয়াছে। |
শ্রীরমেন্দ্রনাথ চক্রবর্ত্তী | ১১০ | ||||
১৮। | বিজয়ী রাজপুত্র বলিয়া সকলেই মুকুট পরিতে চাহিলেন। |
〃 | ১২৬ | ||||
১৯। | যশোধরমাণিক্য বলিলেন,— “আর রাজত্বে কায নাই।” |
শ্রীসন্তোষকুমার লাহিড়ী | ১৪০ | ||||
২০। | মহারাজ নক্ষত্ররায়কে সিংহাসনে বসাইয়া রাজমুকুট পরাইয়া দিলেন। |
শ্রীরমেন্দ্রনাথ চক্রবর্ত্তী | ১৫৪ | ||||
২১। | সুজা নিজ হস্ত হইতে হীরার অঙ্গুরীয় উন্মোচন করিয়া মহা- রাজের হাতে পরাইয়া দিলেন। |
শ্রীসন্তোষকুমার লাহিড়ী | ১৫৯ | ||||
২২। | ফকির বলিলেন—‘সমশের তুমি নিজকে চিনিতে পার নাই।’ |
শ্রীরমেন্দ্রনাথ চক্রবর্ত্তী | ১৯০ | ||||
২৩। | কাতারে কাতারে সিপাহী বাহির হইয়া মা’র মন্দির পরিক্রমণ করিতে লাগিল। |
শ্রীসন্তোষকুমার লাহিড়ী | ১৯৭ | ||||
২৪। | মহারাজ কৃষ্ণমাণিক্য। | শ্রীরমেন্দ্রনাথ চক্রবর্ত্তী | ২০১ | ||||
২৫। | “এ রাজ্যে আর ফিরিব কিনা কে জানে?” | 〃 | ২১৪ | ||||
২৬। | মহারাজ সহসা চক্ষু তুলিয়া দেখিলেন সম্মুখে তিন জন জটাজুটধারী সন্ন্যাসী। |
〃 | ২২৪ | ||||
আলোক চিত্র:— | |||||||
২৭। | মহারাজ বীরচন্দ্রমাণিক্য বাহাদুর। | ২৩৩ | |||||
২৮। | মহারাজ রাধাকিশোরমাণিক্য বাহাদুর। | ২৪৫ | |||||
২৯। | মহারাজ বীরেন্দ্রকিশোরমাণিক্য বাহাদুর। | ২৫৫ | |||||
৩০। | মহারাজ বীরবিক্রমকিশোর মাণিক্য বাহাদুর, কে, সি, এস, আই। |
২৬১ | |||||
৩১। | রিজেণ্ট মহারাণী শ্রীশ্রীমতী কাঞ্চনপ্রভা দেবী। | ২৭৯ | |||||
৩২। | দরবার উৎসব। | ২৮১ |
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।