অনুযোগ।

কাহার বাঁশিতে আজি বাজিছে রাগিণী,
প্রণয়ের চিরসুখ মিলন-কাহিনী?
এই মত বরষার স্নান সিক্ত দিনে
তোমায় আমায় দেখা জীবন পুলিনে,
করে কর পরশিয়া আধ-দৃষ্টি চেয়ে
তরীখানি তীরে আনি নিয়ে গেলে বেয়ে
নব তট দেশে, কত সুখ কত আশা
রুদ্ধ যৌবনের প্রেম দুরন্ত দুরাশা
হাসিয়া বিছায়ে দিলে চরণের তলে,
মৃদু হেসে,অশ্রু আঁখি মুছিয়া অঞ্চলে
সকলি তুলিয়া বক্ষে প্রবেশিনু ঘরে
এমনি বরষা দিনে চিরদিন তরে!
হায় কোথা চিরদিন-না ফুরাতে বেলা
তুমি পলাইয়া গেলে ফেলিয়া একেলা!