রেণু/অপরিচয়
(পৃ. ৪৭)
অপরিচয়।
মোরে নয়, ওগো প্রিয়, মোরে কভু নয়
আপনার ছায়া ভাবি বিহ্বল হৃদয়
আমারে বেসেছ ভাল, নিত্য নিশিদিন
ভ্রান্তসম আছ শুধু সুখ স্বপ্নলীন।
তাইতো আমারে তুমি পারনা বুঝিতে,
যখন কাতর শ্রান্ত আশ্রয় খুঁজিতে
যাই তব বক্ষতলে, কিকথা ভাবিয়া
দুরন্ত উচ্ছ্বাস ভরে বক্ষেতে চাপিয়া
শুধু ব্যথা দাও মোরে, শিশুর মতন
অবারিত কণ্ঠে যবে সকল স্বপন
সব সাধ আশা মোর লজ্জা ব্যথা ভয়
বলি অকাতরে, উদাসীন নেত্রদ্বয়
রাখি মোর মুখে তুমি হাস মনে মনে,
বিকল হৃদয়ে ভাবি বুঝাব কেমনে!