অবিচার।

ভক্ত আনি দেব পূজা চন্দনে কুসুমে,
বিল্বদলে গঙ্গোদকে ধূপ গন্ধ ধূমে,
শঙ্খ ঘণ্টা আরতির মঙ্গল আলোকে
রাখি দেয় বহু দূরে; তৃপ্তিহীন চোখে
চেয়ে থাকে মুগ্ধ প্রাণে চরণে পড়িয়া,
স্পর্শিতে ক্ষমতা নাহি, বক্ষেতে ধরিয়া
পূর্ণ করিবার নহে শূন্যতা তাহার;
পূজারি পেয়েছে শুধু সেই অধিকার!
সে যে অর্থলুব্ধ ভৃত্য, পণ কড়ি লয়ে
পূজা সারি চলে যায় বিস্মৃত হৃদয়ে;
তবু সেই করে সেবা, যে তোমারে ডাকে
“জীবন-অধিক” বলে, সেই ভক্ত থাকে
মন্দির বাহিরে পড়ে, পুরোহিতে ডাকি
“মোর নামে পূজা দেও” কহে অশ্রু আঁখি