রেণু/অসাধ্য
(পৃ. ৩৮)
অসাধ্য।
পরাণের ভালবাসা ভাষা নাহি তার,
অভিধানে মেলেনাক বিশদ ব্যাখ্যান,
কোন শিল্পী নাহি জানে কেমন আকার,
বিজ্ঞান আজিও অন্ধ পেলেন সন্ধান।
সহসা চকিতে দুটি নয়নের 'পরে,
সে ভাষা ফুটিয়া উঠে অনুকূল ক্ষণে,
দুটি স্মিত ওষ্ঠ হতে চির দিন তরে
সে অর্থ বিশদ হয় প্রিয়-সম্বোধনে।
সেই শুভক্ষণে যারে হেরি আঁখি ভরে
তারি সর্ব্ব অঙ্গে প্রেম হয় মূর্ত্তিমান;
বাঁধি তারে বাহু পাশে রাখি বক্ষ 'পরে,
হাসিয়া কাঁদিয়া বলি পেয়েছি সন্ধান।
কত দেশে কত মূর্ত্তি, কত ভাষা তার;
সবে এক করে হেন শিল্পী মেলা ভার।