রেণু/ব্যর্থ চেষ্টা



ব্যর্থ-চেষ্টা।

শুধু চতুর্দ্দশ পদে বাখানিতে চাই
যে প্রেমের অন্ত নাই নাহি যার শেষ,
প্রতি ছত্রে, প্রতি ছন্দে তাই বাধা পাই,
তাই কবিতার মোর হেন দীন বেশ।
এ যেন মুকুর তলে ব্রহ্মাণ্ডের ছায়া,
অসীমেরে টেনে আনা সীমার মাঝারে,
নিত্য নব রূপময়ী প্রকৃতির মায়া
গড়িয়া রাখিতে চাই মর্ম্মর-আকারে।
সব পড়ে নাক চোখে কত থেকে যায়,
চঞ্চল-জীবন-লীলা, নাহি দেয় ধরা,
হাসিটি ফুটিলে অশ্রু ফোটেনাক হায়,
হেরি যদি নভস্থল, শ্যাম বসুন্ধরা
পড়ে থাকে বহু দূরে; নির্ঝর-নিক্কণে
সমুদ্রের বজ্রনাদ জাগেনা স্মরণে।