রেণু/প্রেমের অবনতি

প্রেমের অবনতি।

   হায় প্রেম, হে মন্মথ,
পুরাকালে ছিলে তবু করুণ অন্তর,
অনন্ত বসন্ত শোভা দেবের নন্দনে,
অক্ষয় যৌবন মাঝে; তব পুষ্পশর,
নিশিদিন মুক্ত গতি প্রমোদ পবনে
পরিহাস খেলাচ্ছলে বাজিত হৃদয়ে।
ত্রিদিবে, বৈকুণ্ঠধামে কৈলাস মাঝার
ছিল তব অকুণ্ঠিত সদর্প বিহার।
ধূলি ম্লান, জরাভীত এ দীন ভুবন,
তবশরে আলোড়িত তীব্র যাতনায়;
স্বাধীন গৌরব ভুলি, কম্পিত চরণ
ভীরুসম লুকায়েছ নিভৃত হিয়ায়।
গোপনে লুকায়ে বসি হায় কাপুরুষ
দুর্ব্বলে ব্যথিয়া আজি তোমার পৌরুষ।