বসুন্ধরা।

হে ধরিত্রী মাতা তুমি বহুকাল ধরে;
যেদিন প্রথম আসি, ভীত কণ্ঠ স্বরে
কেঁদে উঠি অজানিত হেরি চারিধার,
মেলি দুটি ব্যগ্র বাহু অঙ্গেতে তোমার
টানি লও স্নেহময়ি কত না যতনে,
জীবনের শেষ দিনে ওবক্ষ শয়নে।
শান্ত হয় সর্ব্ব জ্বালা চিরদিন তরে।
তাই যবে ব্যথা বাজে প্রাণ শূন্য করে
চলে যায় প্রিয়জন ত্যজি শয্যাতল
কম্পিত শিথিল অঙ্গ স্খলিত অঞ্চল
কেঁদে লুটাইয়া পড়ি ভূতল শয়নে,
যেদিন বিমুখ বিশ্ব, নিষ্ঠুর লাঞ্ছনে
নিরাশ্রয় অনাথের উঠে আর্ত্তস্বর,
"দ্বিধা হও লও মাগো বক্ষের ভিতর।”