রেণু/আসন্ন বসন্তে
(পৃ. ১১)
আসন্ন বসন্তে।
বসন্ত আসিছ ফিরে, সখারে তোমার
কোথায় রাখিয়া এলে? হের চারিধার
এখনো জাগেনি তাই, প্রসূন পল্লব
শুষ্ক পত্র অন্তরালে লুক্কায়িত সব।
চঞ্চল মধুপ তাই লোলুপ গুঞ্জনে
এখনো আসেনি ধেয়ে বনে উপবনে?
নগ্ন তরু শাখা পরে, বিহঙ্গমগুলি
তৃণ কাষ্ঠ আহরিয়া ফেলে যায় ভুলি
না বাঁধিয়া নীড়। সে আসিলে এত ক্ষণে
কি উৎসব উচ্ছ্বসিত সমগ্র ভুবনে,
কলকণ্ঠ বিহঙ্গম দিবসে নিশীথে
পূরিত অম্বর দেশ বন্দনা সঙ্গীতে।
সে যে রাজা তুমি যে গো শুধু অনুচর
একেলা এসেছ তাই এত অনাদর।