জীর্ণ ভাঙ্গা সরাই-খানার
রাত্রি দিবা দুইটি দ্বার,
তারির ভিতর আনাগোনা—
দুনিয়াদারি চমৎকার!
রাজার পরে আসছে রাজা,
সজ্জা কতই বাদ্য ধূম—
তুচ্ছ সে সব—কয়দিনই বা—
তার পরে তো সব নিঝুম!॥ ১৬॥