—— দীর্ণ-হিয়া কোন্ সে রাজার রক্তে নাওয়া এই গোলাপ—
কার্ দেওয়া সে লাল্‌চে আভা, হৃদয়-ছ্যাঁচা শোণিত ছাপ।
ফুল-বাগিচায় ওই যে ফোটে রঙ্গের বাহার আশ্‌মানির—
কোন্ রূপসী সীমন্তিনীর আঁখির দিঠি করুণ, স্থির!——

দীর্ণ-হিয়া কোন্ সে রাজার
রক্তে নাওয়া এই গোলাপ—
কার্ দেওয়া সে লাল্‌চে আভা,
হৃদয়-ছ্যাঁচা শোণিত ছাপ!
ফুল-বাগিচায় ওই যে ফোটে
রঙের বাহার আশ্‌মানির—
কোন্ রূপসী সীমন্তিনীর
আঁখির দিঠি করুণ’ স্থির!॥ ১৮