অতীত যা’ তার দুখের স্মৃতি,
ভবিষ্যতের ভাব্‌না ঘোর—
দিল্-পিয়ারা সাকী গো আজ
পেয়ালা ভ’রে ঘুচাও মোর।
আসছে যে কাল—তার কথা থাক—
মিশব গিয়ে হয়ত আজ
তুচ্ছ স্মৃতির সৌরভেতে
লক্ষ অতীত কালের মাঝ!॥ ২০॥

—— অতীত যা’ তার দুখের স্মৃতি, ভবিষ্যতের ভাব্‌না ঘোর—
দিল্-পিয়ারা সাকী গো আজ পেয়ালা ভ’রে ঘুচাও মোর,
আসছে যে কাল—তার কথা থাক—মিশব গিয়ে হয়ত আজ
তুচ্ছ স্মৃতির সৌরভেতে লক্ষ অতীত কালের মাঝ!——