বচন-বাগীশ পণ্ডিতেরা
বিজ্ঞভাবে নাড়ুন শির,
স্মরণ রেখো বন্ধু আমার—
জীবন কভু নহে স্থির।
এই কথাটাই সত্য ভবে,
বাকী যা সব মিথ্যা, ভুল;
সৃজন-বোঁটায় আর ফোটে না
ঝ’র্‌লে পরে আয়ুর ফুল!॥ ২৬॥

 

—— বচন-বাগীশ পণ্ডিতেরা বিজ্ঞভাবে নাড়ুন শির,
স্মরণ রেখো বন্ধু আমার—জীবন কভু নহে স্থির।
এই কথাটাই সত্য ভবে, বাকী যা সব মিথ্যা, ভুল;
সৃজন-বোঁটায় আর ফোটে না ঝ’র্‌লে পরে আয়ুর ফুল!——