পৃথ্বী হ’তে দিলাম পাড়ি, নভঃগ্রহে মনটা লীন— সপ্ত-ঋষি যেথায় বসি ঘুমিয়ে কাটান রাত্রিদিন। বিদ্যাটা মোর উঠ্ল ফেঁপে, কাট্লো কত ধাঁধার ঘোর— মৃত্যুটা আর ভাগ্য-লিখন— ওই খানে গোল রইল মোর।॥ ৩১