নাইকো পাশার ইচ্ছা স্বাধীন— যেই নিয়েছে খেলার ভার, ডাইনে বাঁয়ে ফেল্ছে তারে, যখন যেমন ইচ্ছা তার। মানুষ নিয়ে ভাগ্য-খেলায় করেন যিনি কিস্তিমাৎ— সবটা জানেন তিনিই শুধু— জয়-পরাজয় তাঁরই হাত।॥ ৫০॥