দ্রাক্ষালতার শিকড় সেটী
তার না জানি কতই গুণ—
জড়িয়ে আছেন অস্থিতে মোর
দরবেশী-ভাই যাই বলুন—
গগন-ভেদী চীৎকারে তাঁর
খুল্‌বে নাকো মুক্তি দ্বার,
অস্থিতে এই মিল্‌বে যে খোঁজ
সেই দুয়ারের কুঞ্চিকার।॥ ৫৫