তুমিই প্রভু পথটীতে মোর
গর্ত্ত-বোঝাই রাখ্‌লে পাপ,
ক’রলে সেটী সুরায় পিছল—
তুমিই প্রভু ক’রবে মাপ;
আপন হাতেই খুলবে না কোন্
ভাগ্য-সুতোর পাকটা ঘোর,
পতনটা সেই পাপের ফলে—
ব’ল্‌বে কিগো দেব্‌তা মোর?॥ ৫৭॥

 

—— তুমিই প্রভু পথটিতে মোর গর্ত্ত-বোঝাই রাখ্‌লে পাপ,
ক’রলে সেটি সুরায় পিছল—তুমিই প্রভু ক’রবে মাপ!
আপন হাতেই খুলবে না কোন্ ভাগ্য-সূতোর পাকটা ঘোর,
পতনটা সেই পাপের ফলে—ব’লবে কিগো দেব্‌তা মোর?——