শুন্‌ছ বঁধূ—উপোস ভেঙে,
রাত্রি যবে এক প্রহর,
রম্‌জানেরি পর্ব্বশেষে
উঠনু গিয়ে কুমোর-ঘর,
চাঁদের দেখা নাই আকাশে,
ঘরটীতে কেউ নাইকো আর—
শুধুই কেবল তৈরী ভাঙ্গা
সুরাই যত মৃত্তিকার॥ ৫৯॥