ব’ল্‌লে সে এক কুম্ভ ধীরে—
নয় বৃথা এ জীবন-শ্বাস,
ক’র্‌লে যে জন বুদ্ধি খরচ—
সৃষ্টি আপন ক’র্‌বে নাশ?
এ সব কি আর অম্‌নি যাবে—
ফিরতে হবে পুনর্ব্বার,
সেই পুরাতন মাটীর ঘরে,
সেই কবেকার জন্মাগার! ॥ ৬১ ॥