ব’ল্‌লে আর এক—কেউ বা তারে
ব’ল্‌ছে পাজী যাচনদার,
মুখখানা তার আঁকছে দিয়ে
নরক-ধোঁয়ার অন্ধকার;
যাচাই মোদের ক’র্‌বে সে জন?
কথার কথা ফক্কিকার—
লোকটা নেহাৎ মন্দ সে নয়,
মন্দ কি হয় তার বিচার!॥ ৬৪॥