সৌরভেতে ক’র্‌বে আকুল,
থাক্‌বে যা’ মোর ভস্মসার—
জাল পেতে সে থাকবে ব’সে,
হাওয়ায় বুনে গন্ধ তার;
ভণ্ড যত ভক্ত বিটেল্
প’ড়বে ধরা চ’লতে পথ,
মদিরগন্ধ পাগল হাওয়ায়
উল্টোবে তার বিধান-রথ। ॥ ৬৮