দিব্যি দিয়ে ত্যাগ করিনু— চক্ষুজলও প’ড়ল ঢের— শপথ কালে সব্টা তবে যায়নি কেটে নেশার জের! তারপরে যেই ফাগুন এল বাড়িয়ে গোলাপ-রঙীন্ হাত কোথায় গেল ক্ষীণ অনুতাপ গন্ধ-আকুল মলয় সাথ!॥ ৭০॥