১৪২

না জেনে করণ কারণ কথায় কি হবে।
কথায় যদি ফলে কৃষি তবে বীজ কেন রোপে॥
গুড় বললে কি মুখ মিঠা হয়
দিন না জানলে আঁধার কি যায়
তেমনি জেনো হরি বলায়
হরি কি পাবে॥
রাজায় পৌরুষ করে
জমির কর সে বাঁচেনা রে
তেমনি সাঁইর একরারী কাজ রে
পৌরুষে ছাড়বে॥
গুরু ধর খোদকে চেনো
সাঁইর আইন আমলে আনো
লালন বলে, তবে মন
সাঁই তোরে নিবে॥