১৪৩

জানরে মন সেই রাগের করণ।
যাতে কৃষ্ণ বরণ হ’ল গৌর বরণ

শতকোটী গোপীর সঙ্গে
কৃষ্ণপ্রেম রসরঙ্গে,
সে যে টলের কার্য নয় অটল না বলায়
সে আর কেমন॥
রাধারে কি ভাব কৃষ্ণেরো
কি ভাবে বশ গোপিকারো
সে ভাব না জেনে সে সঙ্গ কেমনে
পাবে কোন জন॥
সাম্য রসের উপাসনা
না জানিলে রসিক হয় না
লালন বলে, সে যে নিগূঢ় করণ
ব্রজে অকৈতব ধন॥