লালন-গীতিকা/১৪৮
১৪৮
খুঁজে ধন পাই কি মতে পরের হাতে
ঘরের কলকাঠি।
শতেক তালা আঁটা মান কুঠী॥
শব্দের ঘর নিঃশব্দের কুঁড়ে
সদায় তারা আছে জুড়ে
দিয়েছি বের নজরে
ঘোর টাটী॥
আপন ঘরে পরের আমি
দেখলাম না রে তার বাড়িঘর
আমি বেহুঁশ মুটে রে কার
মোট খাটি॥
থাকতে রতন আপন ঘরে
একি বেহাত আজ আমারে
ফকির লালন বলেরে,
মিছে ঘরবাটী॥