১৪৯

আছে রে ভাবের গোলা আশমানে তার মহাজন কোথা।
কে জানে কারে শুধাই সেই কথা॥

জমিনেতে মেওয়া ফলে
আশমানে বরিষন হ’লে
কমে না কোন কালে
তার নেতা॥
রবি শশী সৃষ্টির কারণ
সেই গোলায় হ’য়ে ধারণ
আছেরে সে দুজন
যে যথা॥
ধন্য ধনীর ধন্য কারবার
আমি দেখলামনা রে তার বাড়ীঘর
লালন কয়, জন্ম আমার
যায় বৃথা॥