১৫৪

মেরে সাঁইর আজব লীলেখেলা তা কেউ বুঝতে পারে।
কালায় শোনে অন্ধ দেখে এই ভাব-নগরে॥
ন্যাংড়া সে নেচে বেড়ায়
অন্ধ জনায় সব দেখেরে।
মরা করে তাজা আহার ধ'রে ধ'রে॥
জল নাই দেখি সদ্য,
ভাসে পদ্ম সেই পুকুরে।
এ বড় রহস্য-কথা বোলবো কারে॥
খাঁচায় কৌতর[] নাই তার
উড়ছে পাখি নিরন্তরে।
সিরাজ সাঁই কয়, দেখরে লালন দেখ নজরে॥

  1. কবুতর