লালন-গীতিকা/১৫৫
১৫৫
হায় কি আজব কল বটে।
কি ইসারায় টিপে দেয় অমনি ছবি যায় উঠে॥
অগ্নি জল হতে সে কল
সদা নাচে ভিতরিতে।
ধড়্ফড়্ ক'রে চলছে ছবি, কোন টিপে দাঁড়ায় হেঁটে।
হু হু শব্দে ধূম উঠছে কল ফেটে।
একজনা সে ভিতর ঝোঁকে, তার জাগা ঐ বারপিটে॥
দমের ঘরে রয়েছে সকল কলের মূল গুটে।
লালন বলে, সব অকারণ কখন সে কল যায় কেটে॥