২০

শহরে ষোল জন বোম্বেটে
করিয়ে পাগলপারা নিল তারা সব লুটে॥
রাজ্যেশ্বর রাজা যিনি,
চোরের ও সে শিরোমণি,
নালিশ করবো আমি
কোনখানে কার নিকটে॥
পাঁচজনা ধনী ছিল,
তারা সব ফতুর হ’লো,
কারবারে ভঙ্গ দিল
কখন যেন[] যায় উঠে॥
গেল[] ধনমান আমার[]
খালি ঘর দেখি জমার[]
লালন কয়, খাজনারো দায়
কখন[] যেন[] যায় লাটে॥

  1. জানি
  2. ২.০ ২.১ গেল গেল ধন মাল ও নামায়
  3. জমায়
  4. ৪.০ ৪.১ তাও কবে