২১

কে গো জানবে তারে।
সামান্য অ-জপ মীন রূপে সাঁই আমার
খেলছে নীরে॥
জগৎ জোড়া মীন অবতার
কারুণ্য-বারির মাঝার
মান বুঝে কালাকাল বাঁধিলে,
সে মীন ধরতে পারে॥
আজব লীলে মানুষ গঙ্গায়
আগের উপর জলময়,
যে দিন জল শুখাবে
সে জল হবে সব বিকল
মীন পালাবে অমনি শূন্য ভরে॥
মানুষ-গঙ্গায় গভীর অথাই হায়
দিলে তায় প্রেম রসিক ভাই,
দরবেশ সিরাজ সাঁইর বচন কহিছে লালন—
আমি চুব্‌নি খেলাম নেমে সেই কিনারে॥