লালন-গীতিকা/৩৮
৩৮
যেও না আন্দাজী পথে মন রসনা।
কুঘোরে[১] কুপাকে পড়লে প্রাণ বাঁচবে না॥
পথেরো পরিচয় ক'রে
যাও না মনের সন্ধ মেরে
লাভ-লোকসান বুদ্ধির দ্বারে
যায় গো জানা॥
উজান ভেটেন পথ দুটি
দেখো নয়ন ক'রে খাঁটি
দেও যদি মন-গড়া ভাঁটি
কূল পাবা না॥
অনুরাগ তরণী করো
ধার চিনে উজানে ধরো
লালন কয়, সে করতে পারো
মূল ঠিকানা॥
- ↑ কুপেচে