৩৯

শুদ্ধ প্রেম রসের রসিক যে রে সাঁই।
পড়িলে শুনিলে কিরে তারে পাই॥
[রোজা পূজা করিলে আপনি
সুখের কার্য্য কি হবে তেমনি
মনে ভাব তাই॥][]

ধ্যানী জ্ঞানী মুনিজনা
প্রেমের খাতায় সই পড়ে না,

প্রেম-পিরিতির উপাসনা,
কোন বেদে নাই॥
প্রেমে পাপ কি পুণ্য হয় রে,
চিত্রগুপ্ত লিখতে নারে,
সিরাজ সাঁই কয়, লালন তোরে
তাই জানাই॥

  1. রবীন্দ্র-সদনে রক্ষিত খাতায় পাঠ—

    রোজা পূজা করিলে সবে
    আপ্ত সুখের কার্য হবে
    সাঁইর করণ কি সই পড়িবে
    ভাবো তাই