লালন-গীতিকা/৪০
৪০
পাবে সামান্যে কে তারে দেখা।
(ও) যার বেদে নাই রূপরেখা॥
নিরাকার ব্রহ্ম হয় সে
সদায় থাকে অচিন দেশে,
দোসর নাইক তারো পাশে,
(ও) সে ফেরে একা একা॥
সবে বলে পরম ইষ্টি
কার না হইল দৃষ্টি
ছুরাতে[১] করিল সৃষ্টি
তাই লয়ে লেখা-জোখা॥
নিশ্চিত[২] ধ্যানে পায় মহাদেবে[২]
সে তুলনা কি আর হবে,
লালন বলে, গুরু ভাবো
তবে যাবে সকল ধোঁকা॥