লালন-গীতিকা/৪০৬
৪০৬
কোথা রইলে হে ও দয়াল কাণ্ডারী।
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী॥
পাপীকে করিতে তারণ
নাম ধরেছো পতিতপাবন
সেই ভরসায় আছি যেমন
চাতক মেঘ নেহারি
যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ
মারিলে মরি।
নিতান্ত বাঁচাও বাঁচিতে পারি॥
সকলিকে নিলে পারে,
আমায় তো চাইলে না ফিরে,
লালন কয়, এ সংসারে তোর কি আমি এতই ভারী॥