লালন-গীতিকা/৪০৭
৪০৭
এমন সৌভাগ্য আমার কবে হবে।
দয়ালচাঁদ আসিয়ে আমায় পার করিবে॥
আমার সাধনের বল কিছুই নাই
কেমনে সে পারে যাই
কূলে বসে দিচ্ছি দোহাই
অ-পার ভেবে॥
পতিতপাবন নামটি তার
তাই শুনে বল হয় আমার,
আবার ভাবি, এ পাপী আর
সে কি নিবে॥
গুরুপদে ভক্তিহীন
হ'য়ে রৈলাম চিরদিন
লালন বলে, কি করিতে
এলাম ভবে॥