লালন-গীতিকা/৪২
৪২
ধররে অধর-চাঁদেরে অধরে অধর দিয়ে।
ক্ষীবোদ-মৈথনের ধারা,
ধরো রে রসিক নাগরা,
যে রসেতে অধর-ধরা
দেখরে সচেতন হয়ে॥
অরসিকের ভোলে ভুলে
ডুবিসনে[১] কূপ নদীর জলে
কারণ বারির মধ্যস্থলে
ফুটেছে ফুল অচিন দলে
চাঁদ-চকোরা তাহে খেলে
প্রেম-বাণে প্রকাশিয়ে॥