৪২

ধররে অধর-চাঁদেরে অধরে অধর দিয়ে।
ক্ষীবোদ-মৈথনের ধারা,
ধরো রে রসিক নাগরা,
যে রসেতে অধর-ধরা
দেখরে সচেতন হয়ে॥
অরসিকের ভোলে ভুলে
ডুবিসনে[] কূপ নদীর জলে
কারণ বারির মধ্যস্থলে
ফুটেছে ফুল অচিন দলে
চাঁদ-চকোরা তাহে খেলে
প্রেম-বাণে প্রকাশিয়ে॥

নিত্য ভেবে নিত্য থেকো
লীলার বশে যেও নাকো
যে[] দেশেতে মহাপ্রলয়
মায়েতে পুত্র ধরে খায়
ভেবে বুঝে দেখ মনুরায়
এমন[] দেশে[] কাজ কি যেয়ে
পঞ্চ বাণের ছিলে কেটে
প্রেম যজ স্বরূপের হাটে
সিরাজ সাঁই বলে রে, লালন
বৈদিক বাণে করিস নে রণ
বাণ হারায়ে পড়বি তখন
রণ-খেলাতে[] হুবড়ি খেয়ে॥

  1. মজিসনে
  2. সে
  3. ৩.০ ৩.১ সে দেশে তোর
  4. রণ-খোলাতে