লালন-গীতিকা/৪৩
৪৩
কেন খুঁজিস মনের মানুষ বনে সদায়।
নিজ আত্মা যেরূপ আছে সেরূপ দীন দয়াময়॥
কারে বলি জীবের আত্মা
কারে বলি স্বয়ং কর্তা
আচ্ছা দেখি ছাটা চক্ষে
ভিল্কি লেগে যায়॥
বল কি তার আজব খেলা
আপনি গুরু আপনি (চেলা)
পড়ে ভূত ভুবনের পণ্ডিত যে জন
আত্মতত্ত্বের প্রবক্তা নয়॥
পরম আত্মা রূপ ধরে
জীব আত্মাকে হরণ করে
লোকে বলে যায় রে নিদ্রে
সে না অভেদ ব্রহ্ম ভেবে লালন কয়॥