লালন-গীতিকা/৪৩৩
৪৩৩
হুজুরে কার হবে রে নিকাশ দেনা।
পঞ্চজন আছে ঘরে বেড়াদার তার মোল জনা॥
ক্ষেতে জল বায় হুতাশনে
যে বস্তু যার সেই সেখানে
মিসাতা আকাশে মিশলে আকাশ
জানা গেল পঞ্চবেনা॥
মুন্সী মৌলবীর কাছে
জনম ভোর শুধায় এসে
ঘোর গেল না,
পরে নেয় পরের খবর
নিজের খবর নিজে হয় না
আওয়া কওয়া কারে বলি
কোন্ মোকাম তার কোথা গলি
আ’না যা’না সেই মহলে
লালন কোন্ জন, তাও লালনের
ঠিক হ’ল না॥