লালন-গীতিকা/৪৩৪
৪৩৪
সেই অটল রূপের উপাসনা
কেউ জানে কেউ জানে না।
বৈকুণ্ঠ গোলোকের উপর
আছে রে সে রূপেরো বিহার
কৃষ্ণের কেউ নয় রাধের
পতি সে জনা॥
স্বরূপ রূপের এই জেনো ধরন
দোঁহার ভাবে টলে দোহার মন
অটলকে টলাতে পারে
কোন্ জনা॥
নরেকার যা হতে জন্মায়
শক্তি ধারা সেই আবিম্বে
অধীন লালন বলে, দিন থাকিতে
জেনলে না।