৪৯
ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। সেকি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চীতে॥ পাতালে চোরের বহর দেখায় আশমানের উপর, তিন তারে হচ্ছে[১] খবর, হাওয়া মূলাধার তাতে॥ কোথা ঘর কি বাসনা কে করে[২] ঠিক-ঠিকানা
হওয়ায় তার লেনা-দেনা[৩] শুভ শুভ যোগমতে॥ চোর ধ'রে রাখবি যদি, হৃদ্-গারদ করগে খাঁটি লালন কয়, নাটিখুঁটি থাকতে কি আর[৪] দেয় ছুঁতে॥